কিলিয়ান এমবাপে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে লিভারপুলের বিপক্ষে স্পট কিক মিস করেছিলেন। দলের হেরে যাওয়া ম্যাচে এই ফরাসি তারকা এমন মিস করায় সমর্থকদের ‘কাঠগড়ায়’ দাঁড়িয়েছিলেন। কোচ কার্লো আনচেলত্তি তাঁর শাস্তি হিসেবেই যেন রোববার (১ ডিসেম্বর) পেনাল্টি কিকের অধিকারটাই কেড়ে নেন। অবশ্য জুড বেলিংহাম সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন। এই ইংল্যান্ড মিডফিল্ডার ম্যাচের ৩০ মিনিটে এমবাপের বদলে স্পটকিক নেওয়ার সুযোগ পেয়ে হেতাফের গোলরক্ষককে দারুণভাবে বোকা বানান।
এমবাপে পেনাল্টি কিক নিতে না-পারলেও ঠিকই দ্রুত গোল পেয়েছেন। ফ্রান্স-অধিনায়ক সতীর্থের গোল উদযাপন শেষ হওয়ার আট মিনিটের মধ্যেই দলের ব্যবধান দ্বিগুণ করেন। তিনি ৩৮ মিনিটে বেলিংহামের দারুণ পাসকে নিঁখুতভাবে জালে জড়িয়ে দেন।
বিরতির পরে রিয়াল আরেকটি স্পট কিকের আবেদন করেছিল; তবে ভিএআর-এর সহায়তায় রেফারি জানিয়ে দেন – পেনাল্টি হয়নি।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই ম্যাচ জিতে বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে এনেছে।