loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশিত

  • বাংলাদেশ ও আর্জেন্টিনার বাণিজ্য সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধানে আলোচনা

  • মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

  • বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিকাশ পেমেন্টের সুযোগ

ম্যানসিটিকে হারিয়ে আরও এগিয়ে গেলো লিভারপুল


ম্যানসিটিকে হারিয়ে আরও এগিয়ে গেলো লিভারপুল

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দুঃসময় যেন পিছু ছাড়ছে-না। দলটি মাঠে বারবার আটকে যাচ্ছে ব্যর্থতার বৃত্তে। পেপ গার্ডিওলার শিষ্যরা প্রিমিয়ার লিগে রোববার (১ ডিসেম্বর) লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে ছয় ম্যাচ জয়হীন রইলো। দলটি এর মধ্যে হেরেছে চারটিতে, ড্র করেছে দুইটিতে। ফলে, তাঁরা পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে। ১৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫।

ম্যানসিটি এদিনও ভাগ্য বদলানোর আশায় প্রতিপক্ষের মাঠ অ্যানফিল্ডে গিয়েছিল। কিন্তু দলটি শুরুতেই পিছিয়ে পড়ে আরেকটি পরাজয়ের শঙ্কায় পড়ে যায়। ১২ মিনিটে মোহাম্মদ সালাহর এসিস্টে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন কোডি গাকপো।

দলটি এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে; কিন্তু আর্লিং হালান, বের্নারদো সিলভারা গোল এনে দিতে পারেননি। উল্টো লিভারপুল ৭৮ মিনিটে ব্যবধান বৃদ্ধি করে। সালাহ স্পট কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন।

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে চেল্সি  ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে উঠে এসেছে তিনে; আর ম্যানচেস্টার ইউনাইটেড মার্কাস রাশফোর্ড ও জির্কজির করা দুইটি করে গোলে এভারটনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে।

অন্যদিকে, লা লিগায় রিয়াল মাদ্রিদ জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপের গোলে হেতাফের বিপক্ষে ২-০ ব্যবধানের জিতেছে। তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়াল-এর ব্যবধান একেবারে কমে এসেছে।

Loading...