রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম স্পট কিক মিস করলেন, ভিনিসিউস জুনিয়র ৭৯ মিনিটে লাল কার্ড পেলেন। তবুও ভ্যালেন্সিয়ার বিপক্ষে পিছু হটেনি দলটি। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে প্রত্যাশিত জয়েই স্প্যানিশ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।
কার্লো অ্যানচেলােত্তির শিষ্যরা শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ১০ জনের দল নিয়ে ২-১ গোলে জিতেছেন। ফলে, তাঁরা স্পেনের ঘরােয়া লিগে ১৯ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। বার্সেলোনার চেয়ে রিয়াল এগিয়ে রয়েছে পাঁচ পয়েন্টের ব্যবধানে।
এদিন উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২৭ মিনিটে হুরো দুরো স্বাগতিক ক্লাবকে এগিয়ে নিয়ে যান। ভ্যালেন্সিয়া তাঁর ওই গোলেই ম্যাচ জেতার দিকে ছিল। কেননা, দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি মিস করেন বেলিংহ্যাম; আর ৭৯ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে ভিনিসিউস লাল কার্ড দেখলে হারের শঙ্কায়ই পড়ে রিয়াল।
যাহােক, ৮৫ মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচ খেলায় সমতা আনেন। এরপর যোগ করা সময়ে (৯০+৬) বেলিংহ্যাম পেনাল্টি মিসের পাপ মোচন করে গোল করেন। সব মিলিয়ে রিয়াল দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়া।