প্রতীকী ছবি
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। বাংলাদেশ চার দিনের মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো। এই ভূমিকম্পে এখনাে পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল।
তিব্বতের ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত ৫৩
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, মঙ্গলবার বেইজিংয়ের সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। তবে চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।
চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে এই বিধ্বংসী ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে বলে সংবাদে প্রকাশ। প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমাণ্ডু এবং ভারতের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে।
যদিও এই অঞ্চলে ভূমিকম্প সাধারণ ঘটনা, তবে মঙ্গলবারের ভূমিকম্পটি গত পাঁচ বছরে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানা গেছে।
অন্যদিকে, কাঠমাণ্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী উচ্চ পর্বতমালায় নেপালের লোবুচের আশপাশের অঞ্চলগুলো কম্পন এবং আফটারশক-এ বিপর্যস্ত হয়ে পড়েছিল।