ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে শনিবার (৪ জানুয়ারি) ৪-১ গোলের বড় জয়ে প্রিমিয়ার লিগে ফেরার ইঙ্গিত দিয়েছে। এদিন আর্লিং হালান দুই গোল করেছেন; ফিল ফোডেনও জাল স্পর্শ করেছেন। পেপ গার্দিওলার দল এই জয়ে গত অক্টোবরের পরে প্রথমবার টানা দুই ম্যাচে জয় পেলো।
এদিন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড শুরুতে চাপ সৃষ্টি করলেও নিজেদের ভুলে দশম মিনিটে পিছিয়ে পড়ে। সাভিনিয়োর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয়। এরপর সাভিনিয়োর পাস থেকে হালানের হেডে স্কোরলাইন ২-০ হয়। ম্যানসিটি দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে। ৫৫তম মিনিটে হালান তাঁর দ্বিতীয় গোল করেন। এরপর কেভিন ডি ব্রুইনার পাস থেকে ফোডেন চতুর্থ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে হালানের মোট গোল এখন ১৬টি, যা শীর্ষে থাকা মোহাম্মদ সালাহর চেয়ে একটি কম। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি করেন জার্মান ফরোয়ার্ড নিকলাস ফুলকুর্গ (৭১ মিনিট)।
২০ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৩৪। দলটি ষষ্ঠ স্থানে, নিউক্যাসলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।
আরেক ম্যাচে, চেল্সি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা চার ম্যাচ জয়হীন রইলো। দি ব্লুস ১৪ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে গেলেও প্যালেস ৮২তম মিনিটে মাতেতার গোলে সমতায় ফেরে।
২০ ম্যাচে চেল্সির পয়েন্ট ৩৬। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে দলটি নয় পয়েন্ট পিছিয়ে, তবে লিভারপুল দুই ম্যাচ কম খেলেছে।