loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

উত্তরা ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর’স অনার অ্যাওয়ার্ড প্রদত্ত


উত্তরা ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর’স অনার অ্যাওয়ার্ড প্রদত্ত

উত্তরা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর’স অনার অ্যাওয়ার্ড প্রদান করা হলো সম্প্রতি। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

২০১৮ সালের স্প্রিং, সামার ও ফল সেমিস্টারে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১১জন শিক্ষার্থীকে উত্তরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর’স অনার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 

পুরস্কারপ্রাপ্তরা হলেন: মোহা. আলাউদ্দিন অপু, বি. এ. অনার্স (বাংলা), শাহিনুর আক্তার সিমু, বিবিএ, মোছা. নাহিদা আক্তার বিএসসি ইন সিএসই, মোহা. মিলন হোসেন, বিএসসি ইন ই.ই.ই, রাজন দাস বিএসসি ইন ম্যাথ, শেখ ইশা শান বি. এ . অনার্স ইসলামিক স্ট্যাডিস, সুরাইয়া খাতুন, এল এল. বি. অনার্স, নাজমুস সাকিব, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মোহা. ইমরান বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, মোহা. সোহাগ মিয়া, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মোহা. আনুজ আল সাদ, বি. এ. অনার্স ইন ইংলিশ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ বেগম, ট্রাস্টি বোর্ডের সদস্য নাবিদ আজিজ, উপদেষ্টা প্রফেসর ফায়েজ এম সিরাজুল হক, ইইই ও সিএসই বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো শফিকুল ইসলাম, স্কুল অফ এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাডুকেশন-এর ডিন অধ্যাপক মো. খাইরুল ইসলাম খান, স্কুল অফ সিভিল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মো. আবদুর রশীদ, স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, স্কুল অফ আর্টস্ অ্যান্ড স্যোসাল সায়েন্স-এর ডিন প্রফেসর হাশপিয়া বশিরুল্লাহ, স্কুল অফ বিজনেস-এর ডিন প্রফেসর ড. এ এস এম সাহাবউদ্দিন ও উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

ভাইস-চ্যান্সেলর’স অনার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী, ডেপুটি রেজিস্ট্রার, উত্তরা ইউনিভার্সিটি।

Loading...