loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াডে ডিটিআই-এর শিক্ষার্থীদের সাফল্য


বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াডে ডিটিআই-এর শিক্ষার্থীদের সাফল্য

‘৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০’ গত ৯ নভেম্বর কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসন আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে। এতে সিনিয়র, জুনিয়র ও বিশেষ – এই তিনটি বিভাগে প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এরমধ্যে ড্যাফোডিল পরিবার পরিচালিত ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)-এর শিক্ষার্থীরা দুইটি ক্যাটাগরিতে পাঁচটি প্রকল্প (ই-মিট, সাউন্ড টান্সমিশন বাই ওয়াইফাই, কুলার ও হিটার, অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিস্পেন্সার এবং অ্যাকাউন্ট অ্যাপ ফর লোকাল ফার্মার) নিয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ডিটিআই-এর শিক্ষার্থীরা “ক্রিয়েটিভ ও সাসটেইনেবল প্রজেক্ট” ক্যাটাগরিতে “কুলার ও হিটার”-এ দ্বিতীয় এবং “ই-মিট”-এ তৃতীয়  অর্জন করেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহানাজ সুলতানা এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মো. আবুল হোসেন, সভাপতি, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে থেকে ডিটিআই-এর শিক্ষার্থীরা পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...