loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

রূপনগর খাল দিয়ে তুরাগ নদীতে যাওয়া যাবে: উত্তর সিটি মেয়র


রূপনগর খাল দিয়ে তুরাগ নদীতে যাওয়া যাবে: উত্তর সিটি মেয়র

ঢাকা-উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রূপনগর আবাসিক এলাকা থেকে রূপনগর খাল দিয়ে নৌকায় তুরাগ নদীতে যাওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বুধবার (১৩ জানুয়ারি) রূপনগর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ-কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এর আগে তিনি ডিএনসিসি কর্তৃক পরিষ্কার করা রূপনগর খাল পাড় দিয়ে প্রায় এক কিলোমিটার হাঁটেন এবং রূপনগর আবাসিক এলাকার একটি সড়কে শিশুদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। এরপর তিনি রূপনগর খালের পাড়ে একটি আম গাছের চারা রোপণ করেন।

আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রূপনগর খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করেছে। এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশেপাশের অংশ সুন্দর করা। খালপাড়ে প্রাথমিকভাবে গাছ লাগানো হবে। এরপর সাইকেল লেইন তৈরি করা হবে। এই খালের সঙ্গে তুরাগ নদীর সংযোগ করা হবে।’

মেয়র বলেন, এই এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে মনিপুর স্কুল, কমার্স কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়সহ আরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সময় মেইন রোডের উপর চাপ পড়ে। রূপনগর খালের পাশে হাঁটার পথ এবং সাইকেল লেইন করতে পারলে সবাই যাতায়াত করতে পারবে। এজন্য এখানে ওয়াকওয়ে ও সাইকেল লেইন করা হবে। সবুজায়নের জন্য ইতোমধ্যে গাছ লাগানো হয়েছে।

খালপাড়ে থাকা সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। অন্যথায়, এলাকাবাসীদের সঙ্গে নিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আগামী মার্চ থেকে ডিএনসিসি’র হোল্ডিং ট্যাক্স অনলাইনে বাসায় বসেই দেওয়া যাবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শন শেষে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ-সময় অন্যান্যের মধ্যে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

রূপনগর খাল পরিদর্শন করে মেয়র আতিক মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের এই অংশে যানজট কমানোর জন্য বাস ডিপোর সীমানা প্রাচীর ভেঙ্গে সড়ক প্রশ্বস্ত করা হবে বলে জানান তিনি।

বিআরটিসি চেয়ারম্যান মো. এহছানে এলাহী, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ এ-সময় উপস্থিত ছিলেন। এরপর ডিএনসিসি মেয়র ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদকে সাথে নিয়ে তাজমহল রোডে ঈদগাহ মাঠ ও শহীদ পার্ক মাঠ পরিদর্শন করেন।

Loading...