loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদাল-জোকোভিচ মুখোমুখি


ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদাল-জোকোভিচ মুখোমুখি

ইতিহাস গড়ার আরও কাছাকাছি চলে এলেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। পৌঁছে গেছেন ফরাসি ওপেন টেনিসের সেমিফাইনালে। আর মাত্র দুটি জয় পেলেই এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের নতুন রেকর্ড গড়বেন তিনি। রোলাঁ গাঁরোয় পাঁচ হাজার সমর্থকদের সামনে শেষ আটের ম্যাচে বুধবার (৯ জুন) আর্জেন্টাইন তারকা দিয়েগো স্কোয়ার্টজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪ ও ৬-০ গেমে সেমিফাইনালে উঠেন নাদাল।

লালদুর্গে বরাবরই ফেভারিট নাদাল। তাঁর ২০টি গ্র্যান্ড স্ল্যামের ১৩টি এই কোর্টেই। আরও একটি জয়ের খুব কাছাকাছি চলে এলেন ৩৫ বছর বয়সী এই তারকা। শেষ চারে অবশ্য কঠিন প্রতিপক্ষই পেতে যাচ্ছেন নাদাল। শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ তাঁর প্রতিদ্বন্দ্বী। নবম বাছাই মাত্তেও বারেত্তিনিকে ৬-৩, ৬-২ ও ৬-৭, ৭-৫  সেটে হারিয়ে সেমিতে উঠেছেন জোকোভিচ।

শেষ আটে বারেত্তিনি অবশ্য ওয়াকওভার পেয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। ইনজুরির শঙ্কায় নাম প্রত্যাহার করেছিলেন রজার ফেদেরার।

জোকোভিচ-বারেত্তিনি ম্যাচ দেখতেও এদিন উপস্থিত ছিলেন পাঁচ হাজার দর্শক। ফ্রান্সে রাত ১১টায় মহামারি-কারফিউ দেওয়া হলে খেলা ২০ মিনিট বন্ধ ছিল। বের হয়ে যেতে হয়েছে দর্শকদের।

শুক্রবার (১১ জুন) রোঁলা গ্যাঁরোতে ফাইনালে উঠার লড়াইয়ে নামবেন নাদাল-জোকোভিচ।

নারীদের এককে অঘটনের জন্ম দিয়েছেন গ্রিসের মারিয়া সাকারি। গত আসরের চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেককে সরাসরি সেটে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। পোল্যান্ডের শিয়াওতেককে ৬-৪ ও ৬-৪ গেমে হারান ১৭তম বাছাই এ তারকা। প্রথমবারের মতো ওঠেন কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে।

Loading...