loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে রয়েছে

  • জিরোনার কাছে বার্সার হার, চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন রিয়াল

  • দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সহজ জয়

  • প্রাথমিক বিদ্যালয়ে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ

  • হালানের চার গোলে সিটির বড় জয়, জিতেছে আর্সেনালও

সুযোগ ও সক্ষমতার সমন্বয় করতে পারলে নারীরা আরও এগিয়ে যাবে: স্পিকার


সুযোগ ও সক্ষমতার সমন্বয় করতে পারলে নারীরা আরও এগিয়ে যাবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয় করতে পারলে নারীরা আরও এগিয়ে যাবে। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ নারী ক্ষমতায়নের রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমানে নারীরা রাজনীতি, অর্থনীতিসহ সকল সেক্টরে চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি রোববার (২০ মার্চ) রাজধানীর রেডিসন ব্লুহোটেলে ‘বেসিস-লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ-কথা বলেন। তিনি এ-সময় লুনা শামসুদ্দোহার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসােসিয়েশন অফ সফ্টঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি রাসেল টি আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোল্স, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড, বার্জার পেইন্ট বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী এবং বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্য রাখেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

স্পিকার কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ১১ নারী ও তিন প্রতিষ্ঠানকে ‘বেসিস-লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেন। এছাড়া, অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনে অসামান্য সাফল্য ও নারীদের কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য গ্রাফিকপিপল ও অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের জন্য কার্যকর নীতিমালা গ্রহণ এবং আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। তিনি এ-সময় কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুযোগ পেলে নারীরা নিজেদের ক্ষেত্র তৈরীতে সক্ষম।

Loading...