loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

ম্যাচ জিতে টেইলরকে বিদায় জানালো নিউজিল্যান্ড


ম্যাচ জিতে টেইলরকে বিদায় জানালো নিউজিল্যান্ড

দলের অভিজ্ঞ ব্যাটার রস্ টেইলরকে জয় দিয়ে বিদায় জানালো নিউজিল্যান্ড। হ্যামিল্টনে টেইলরের বিদায়ী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক দল। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি ১১৫ রানের ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। ফলে, সফরকারী দলকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি টেইলরের বিদায়টাকে স্মরণীয় করে রাখলো স্বাগতিক দল।

হ্যামিল্টনের সিডন পার্কে সোমবার (৪ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারায়। দুই রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার হেনরি নিকোল্স।

এরপর জুটি বাঁধেন আরেক ওপেনার মার্টিন গাপ্টিল ও উইল ইয়ং। নেদারল্যান্ডস বোলারদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। দ্বিতীয় উইকেটে ২০৫ বলে ২০৩ রানের জুটি গড়েন গাপ্টিল ও ইয়ং। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের সপ্তদশ সেঞ্চুরি করেছেন গাপ্টিল। শেষ পর্যন্ত ১২৩ বলে ১০৬ রানে আউট হন তিনি। নিজের ইনিংসে ১১টি চার ও দুইটি ছক্কা মারেন এই ব্যাটার।

গাপ্টিলের আউটে ক্রিজে আসেন টেইলর। নিজের মুখোমুখি হওয়া অষ্টম বলে স্লগে মিড উইকেট দিয়ে ছক্কা মারেন তিনি। তবে, ক্যারিয়ারের শেষ ইনিংসটি বড় করতে পারেননি টেইলর। ১৬ বলে ১৪ রান তুলে আউট হন টেইলর।

টেইলরের সাথে জুটি বাঁধার সময়ই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইয়ং। শেষ পর্যন্ত ১১২ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ১২০ রান করেন ইয়ং। শেষদিকে ডগ ব্রেসওয়েল ২২, অধিনায়ক টম লাথাম ২৩ ও ইশ সোধি অপরাজিত ১৩ রান করলে ৫০ ওভারে আট উইকেটে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় কিউইরা।

হোয়াইটওয়াশ এড়াতে ৩৩৪ রানের লক্ষ্যে জবাবটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে বড় ইনিংস খেলতে পারেননি ডাচ ব্যাটাররা। ফলে ৪২.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার স্টেফান মাইবার্গ।

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৩৬ রানে চারটি ও ব্রেসওয়েল ২৩ রানে দুই উইকেট শিকার করেছেন।

ম্যাচ ও সিরিজ-সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ইয়ং।

৩-০ ব্যবধানে সিরিজ জয়ে বিশ্বকাপ সুপার লিগে ছয় ম্যাচ খেলে সবগুলোতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠলো নিউজিল্যান্ড। ১০ ম্যাচে দুই জয়, সাত পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্তের কারণে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ত্রয়োদশ স্থানে রয়েছে নেদারল্যান্ডস।

Loading...