loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

উপাত্ত সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীদের মতামত দিতে ১০ দিন সময় রাখা হয়েছে


উপাত্ত সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীদের মতামত দিতে ১০ দিন সময় রাখা হয়েছে

তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় গণমাধ্যম কর্মীদের মতামত দিতে আগামী ১০ দিন সময় রাখা হয়েছে। বুধবার (১০ অগাস্ট) ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্মেলন কক্ষে প্রস্তাবিত ‘উপাত্ত সুরক্ষা আইন ২০২২’ এর খসড়া বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুপারিশ ও মতামত নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ-তথ্য জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক তারেক এম বরকতুল্লাহ প্রমুখ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ খসড়া আইনটির বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

দেশের তথ্য উপাত্তের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই আইন করা হচ্ছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, নাগরিকের তথ্য-উপাত্তের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই আইন প্রণয়ন করা হচ্ছে। ডেটা যেন বিদেশি কেউ ব্যবহার করতে না পারে, তার যথাযথ সুরক্ষা থাকছে এই আইনে। তিনি বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে যেন ডেটা না যায়, সেই সুরক্ষার জন্য এই আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, উন্মুক্ত আলোচনায় সংবাদিকদের দেওয়া বিভিন্ন পরামর্শের ওপর খসড়া আইনটির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন আইসিটি বিভাগের আইন ও পলিসি অনুবিভাগের পরামর্শক ও সাবেক লেজিসলেটিভ সচিব মো. শহীদুল হক।

সভায় জানানো হয়, খসড়া ‘উপাত্ত সুরক্ষা আইন ২০২২’ বিষয়ে পরবর্তীতে ডেটা বিজ্ঞানী ও মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হবে।

Loading...