loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান


নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর কার্ড
নিউজিল্যান্ড: ১৫২/৪ (২০ ওভার): মিচেল ৫৩*, উইলিয়ামসন ৪৬; আফ্রিদি ২/২৪)
পাকিস্তান: ১৫৩/৩ (১৯.১ ওভার): রিজওয়ান ৫৭, বাবর ৫৩; বোল্ট ২/৩৩)
ফলাফল: পাকিস্তান সাত উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)

পাকিস্তান তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো। অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (৯ নভেম্বর) বাবর আজমের দল সাত উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এর আগে, ২০০৭ ও ২০০৯ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আসরের ফাইনাল খেলেছিল পাকিস্তান। অন্যদিকে, ২০০৭ ও ২০১৬ সালের পরে তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো নিউজিল্যান্ডকে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করলেও তৃতীয় বলে দলীয় চার রানে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে লেগ বিফোর আউট হন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।

শুরুর ধাক্কা সামাল দিয়ে পাওয়ার-প্লের শেষ বলে বিদায় নেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ২০ বলে ২১ রান করে রান আউট হন তিনি।

তিন নম্বরে নেমে এই ম্যাচে সুবিধা করতে পারেননি চলমান আসরে সেঞ্চুরি করা গ্লেন ফিলিপ্স। পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজকে ফিরতি ক্যাচ দিয়ে ছয় রানে থামতে হয় তাঁকে। এতে আট ওভারে ৪৯ রানে তিন উইকেট হারিয়ে মহাচাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

দলকে চাপমুক্ত করতে বড় জুটিতে মনোযোগ দেন অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। রানের গতি বাড়াতে পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন তাঁরা। পঞ্চদশ ওভারে ১০০ রান স্পর্শ করে দলটি। সপ্তদশ ওভারে উইলিয়ামসনকে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন আফ্রিদি। আউট হওয়ার আগে একটি করে চার-ছক্কায় ৪২ বল খেলে ৪৬ রান করেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে মিচেলের সাথে ৫০ বলে ৬৮ রানের জুটি গড়েন অধিনায়ক।

মারমুখী মেজাজে থাকা মিচেল ঊনবিংশ ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। ৩২ বলে অর্ধশত রান করা মিচেল ইনিংসের শেষ পর্যন্ত খেলে নিউজিল্যান্ডকে চার উইকেটে ১৫২ রানের লড়াই করার মতো এক পুঁজি এনে দেন। তিনটি চার ও একটি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেছেন মিচেল। ১২ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন জেমস নিশাম। 

পাকিস্তানের আফ্রিদি ২৪ রানে দুইটি ও নাওয়াজ ১২ রানে এক উইকেট শিকার করেন।

১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। ১২.৪ ওভারে ১০৫ রান করতে পেরেছেন তাঁরা। অবশ্য ট্রেন্ট বোল্টের করা ইনিংসের চতুর্থ বলেই বাবরের ক্যাচ ফেলেন কনওয়ে।

পাওয়ার-প্লেতে ৫৫ রান করেন রিজওয়ান-বাবর। শূন্যতে জীবন পেয়ে একাদশ ওভারে টি-টোয়েন্টিতে ৩০তম হাফ-সেঞ্চুরি করেন বাবর। এজন্য তাঁকে খেলতে হয়েছে ৩৮ বল। দ্বাদশ ওভারে জুটিতে সেঞ্চুরি করেন বাবর-রিজওয়ান। এই নিয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড নবমবারের মতো জুটিতে সেঞ্চুরি করলেন তাঁরা। সবগুলোই উদ্বোধনী জুটিতে।

ত্রয়োদশ ওভারে ৩২ বলে সাত বাউন্ডারিতে ৫৩ রান করা বাবরকে শিকার করে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন বোল্ট।

চতুর্দশ ওভারে ৩৬ বল খেলে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রিজওয়ান। ৪৩ বলে পাঁচ বাউন্ডারিতে  ৫৭ রান করা রিজওয়ানও  শিকার হন বোল্টের।

এরপর জয় থেকে দুই রান দূরে থাকতে আউট হন মোহাম্মদ হারিস। অবশ্য, আউট হওয়ার আগে ২৬ বলে ৩০ রান করেছেন তিনি। ইনিংস সাজান দুই বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে। পাঁচ বল বাকী রেখে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শান মাসুদ ও ইফতেখার আহমেদ। মাসুদ তিন ও ইফতেখার কোনো বল না খেলে অপরাজিত ছিলেন। 

নিউজিল্যান্ডের বোল্ট ৩৩ রানে দুইটি ও স্যান্টনার ২৬ রানে একটি উইকেট পেয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সাথে আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে  শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।

Loading...